আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার মধ্যরাতে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে রাজধানী তেহরানে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। কারাজ শহরেও ঘটে বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা।
আইডিএফ জানিয়েছে, ইরানের ক্রমাগত হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যের দাবি, তেল আবিবের এই হামলা ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে আত্বরক্ষার্থে এই হামলা চালিয়েছে ইসরায়েল।
গত ০১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান, তার জবাব দিতে ইসরায়েল পাল্টা হামলা করবে- এমন আশঙ্কা অবশ্য ০১ অক্টোবরের হামলার পর থেকেই ঘুরপাক খাচ্ছিল আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে। সেই আশঙ্কা সত্য হলো।
আইডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্রকে লক্ষ্য করে গত বেশ কয়েক মাস ধরে ইরানের ক্ষমতাসীন এবং তাদের অনুগত গোষ্ঠীগুলো যেভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তার জবাব দিতেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, কারণ আমাদের দায়িত্ব ইসরায়েলকে রক্ষা করা।”