মোহাম্মাদ কবির হোসেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে প্রতারণা কালে ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত ভুয়া পুলিশ সদস্যের নাম উৎপল মন্ডল (৪২) ওরফে গৌতম মন্ডল।
মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার থেকে তাকে আটক করে গোপালগঞ্জ থানা পুলিশ ।
পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ওই ভূয়া পুলিশ সদস্যকে আটকের তথ্য নিশ্চিত করে জানায়, তিনি গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার টেইলারিং সপের মালিক মনোতোষ মন্ডলকে বলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা মামলায় আপনাকে অজ্ঞাত আসামী করা হয়েছে। কিছু টাকা পয়সা দিলে আপনাদের ওই মামলা থেকে অব্যহতি দেওয়া হবে। মনোতোষ মন্ডলের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহ মনে হয়। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ওসি বলেন, পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করার অপরাধে উৎপল মণ্ডল ওরফে গৌতম মন্ডলকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে পুলিশের উপপরিদর্শকের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করে পুলিশ ।
তার বিরুদ্ধে এর আগে ৬ টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলা হচ্ছে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা মামলা। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় প্রতারনা মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।