গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি’র অফিস করার নামে সরকারি গাছ কেটে হরিলুট নিরব ভূমিকায় আছে প্রশাসন। জীবিত গাছগুলো কর্তন করেন ওই এলাকার আমির হাসান। নামনীয় এক বিএনপি নেতা, এ ঘটনার অভিযোগটি পাওয়া গেছে গোমস্তাপুর উপজলার রহনপুর ইউনিয়নের আসানপুরে।
গত ২০ সেপ্টেম্বর শুক্রবার দুুপুরে ৪ টি জীবিত তাজা নিমগাছ মিস্ত্রি কে সাথে নিয়ে গাছগুলো কর্তন করেন আমির হাসান। জানা গেছে, গোমস্তাপুর উপজলার রহনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসানপুর মোড়ে রাস্তার পাশে সরকারি জায়গায় গাছগুলো রয়েছে।
এ বিষয়ে আমির হাসানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান গাছ গুলো আমি কেটেছি। কিন্তু সরকারি গাছ কাটলে অনুমোদন লাগে আপনি কি অনুমোদন নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরোও বলেন আমি অনুমতি নিইনি
বিএনপি’র অফিস করার জন্য জায়গা দিয়েছি, বিএনপির লোকজন সহ গাছগুলো কর্তন করেছে।
এদিকে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান (সোহরাব) জানান, চোকিদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছিল। সে সময় গাছের দাবিদার তাদের সাথে খারাপ আচরণ করেছিল। এ বিষয় গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। এ দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমী) নাহিদ হাসান বলেন গাছের বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে কেউ কিছু বলেনি আমি জেলায় মিটিংয়ে আছি বিষয়টি আমি দেখবো।
এবিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সরকারি নাম্বারে একাধিক বার ফোন দিয়ে সাড়া পাওয়া যাইনি। ফোনে সাড়া না পাওয়াই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে তিনি হোয়াটসঅ্যাপে বার্তায় জানান এসিলান্ড নোটিশ করবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।