দিনাজপুর: মোঃ নুর আলম
দিনাজপুরের সেতাবগঞ্জে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বোচাগঞ্জ উপজেলা জামায়াত অফিসে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াত ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারা সেতাবগঞ্জে চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন এবং এই সমস্যার সমাধানে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতারা বলেন, সেতাবগঞ্জে চাঁদাবাজি রোধে তারা কোনো আপস করবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ জনগণ আশার আলো দেখতে পাচ্ছেন এবং চাঁদাবাজি রোধে দুই দলের এমন ঐক্যবদ্ধ অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।