মোঃ শহিদুল ইসলাম রনি, ষ্ট্যাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে তার বিরুদ্ধে অর্থ আদায়, অনিয়ম-দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের আক্রোশমূলক বদলিসহ ব্যাপক অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো জেছের আলীকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ১৭ ই ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এ তদন্ত এসেছেন জেলা শিক্ষক অফিসের একটি প্রতিনিধি দল।
অভিযোগকারী শিক্ষকরা জানাই, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে আজ আমরা তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
তদন্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার মো জেছের আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে আজ তদন্তে এসেছি উপজেলা শিক্ষা অফিসার এর বিরুদ্ধে বৈধভাবে অর্থ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।