দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের বীরগঞ্জে ৩নং শতগ্রাম ইউনিয়নের পাল পাড়া এলাকায় জমি জমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, উক্ত ঘটনায় এলাকার বাসিন্দা মোঃ হাসিনুর রহমান( ৩৯) জানান, আমি ও আমার ছেলে সাইম(১৮) গত ৭ ই মার্চ শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে অনাকাঙ্ক্ষিত হামলা করে পার্শ্ববর্তী বাসিন্দা (মোঃ সফিকুল ইসলাম) তার সহযোগীরা ,আমি ও আমার ছেলে কে আক্রমণ করলে সে গুরুতর আহত হন এবং তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, এবং পরবর্তীতে আবারো একই ঘটনার সূত্র ধরে গত ১০ মার্চ সোমবার বিকেলে বাড়ির গেটের সামনে দলবদ্ধ ভাবে আমি ও আমার স্ত্রী ফাইমা আমার ভাই হাসিফুল ও তার স্ত্রী সাথি আক্তার সহ পরিবারের সদস্যদের আক্রমণ করলে, স্থানীয় জন প্রতিনিধি মোঃ খাদেমুল ইসলামের উপস্থিতিতে পরিবেশ কিছুটা শান্ত হয়, এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন,
এদিকে হামলার ঘটনার অন্য পক্ষরা বলেন,আমাদের সঙ্গেও হতাহতের ঘটনা ঘটেছে, এবং আমাদের বেশ কয়েকজন সদস্য হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, উক্ত ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন ,আমরা চাই এর সঠিক বিচার করে বিষয়টি সমাধান করার জন্য, অন্যথায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
তবে উভয় পক্ষই বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে তারা বীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।