অনলাইন ডেস্ক :
কনকনে শীতে কাঁপছে মৌলভীবাজার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিনও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে জেলায় তীব্র শীত অনুভূত হলো ভোর থেকে দেখা মিলেছে সূর্যের। ফলে কিছুটা স্বস্তি ছিল চা শ্রমিক থেকে শুরু করে কম আয়ের মানুষের মাঝে। তবে শীতের তীব্রতার কারণে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এমন থাকতে পারে। তাছাড়া রোদ থাকলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকার কারণে শীত অনুভুত হচ্ছে বেশি। তাছাড়া দিনভর কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে চা শ্রমিক থেকে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ অনেকটা বেড়েছে।
অপরদিকে পঞ্চগড়ে থেমে থেমে বইছে মৃদু শৈত্য প্রবাহ। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে তাপমাত্রা বিরাজ করছে, ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে কুয়াশাছন্ন রোদ, তবে উত্তাপ খুব একটা নেই। সেই সঙ্গে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস। ফলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে।