দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের বীরগঞ্জে ৩নং শতগ্রাম ইউনিয়নের পাল পাড়া এলাকার বাসিন্দা মোঃ মফিজুল ইসলামের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একই এলাকার জন সাধারণরা
মানববন্ধনে অংশ গ্রহণ কারী ও নিহত মফিজুল ইসলাম ভাই বলেন, আমার ভাইয়ের হত্যার আসামি,হাসিফুল,হাসিনুর, সিয়াম ,সেলিম, ও তাদের ভগ্নিপতি সিরাজুল,ও আশরাফ সহ হত্যায় সহযগীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাই।
এছাড়াও মানববন্ধনে কথা বলেন নিহতের মেয়ে,ছেলে, স্ত্রী সহ এলাকাবাসীরা, এসময় মানববন্ধনে অংশ গ্রহণ কারী সকলেই আসামীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান,
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, উক্ত ঘটনায় মফিজুলের পরিবার বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,যার মামলা নম্বর -১৮ এবং ৫ জন আসমীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে, ঘটনার কিছু আসামী পলাতক আছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে আশা করি খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হব।