রোকসানা আক্তার পিংকি (রাঙ্গামাটি) :
রাঙ্গামাটিতে স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এবং দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কমিশন সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোজাহেরুল হল, অধ্যাপক ডাঃ সায়েবা আক্তার, অধ্যাপক নায়লা জামান খান, অধ্যাপক ড. সৈয়দ মোঃ আকরাম হোসেন, ও ড. আজহাতুল ইসলাম খান, ড. আহমদ এহসানুর রহমান ড. রিয়াজ মাহমুদ তমাল।
সভায় রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা সহ জেলার চিকিৎসক, নার্স, মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলার বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্বাস্থ্য বিভাগের কাজের অগ্রগতি, সমস্যা নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
এর আগে সকালে কমিশনের সদস্যগণ জেলার রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং প্রতিনিধিদলের সদস্যরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন।