অনলাইন ডেস্ক :
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগ।
শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চলে।
এসময় অভিযুক্তদের কাছ থেকে ৪০৬২ পিস ইয়াবা, ৯১ পুরিয়া হেরোইন ও ৪৩৯ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা হয়েছে।
ডিএমপির মাদক নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে।