অনলাইন ডেস্ক :
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে চলাচলের জন্য আজকের মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে অটোরিকশা চলবে শুধু মাত্র ঢাকা শহরে চলবে, কোনো মহাসড়কে চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। এরপর রোববার এ বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্দের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ করে চালকরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ বক্সে আগুন দেয়।
এদিকে চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে অটোরিকশার চালক ও অগ্নিসংযোগকারীদের মধ্যে নামে ও অজ্ঞাতসহ প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।