শামসুন্নাহার সোহানা, শিবগঞ্জ প্রতিনিধি :
তীব্র তাপদাহে মানুষের জীবন যখন অতিষ্ঠ,যেখানে বার বার বলা হচ্ছে গাছ লাগানোর কথা সেখানে ঘটে গেল রাতের আঁধারে গাছ কাটার মত অমানবিক ঘটনা। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকায়।
সরজমিনে গিয়ে দেখা যায় চারদিকে ধানি জমি তার মধ্যখানে ১৮ কাঠা মেহেগুনি বাগান এবং জমির অংশীদার তিন জন শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ আনারুল ইসলাম, ও মোঃ লায়েস উদ্দিন। মোঃ মিজানুর রহমান বলেন চার বছর আগে ১৫০ টি মেহেগুনি গাছ লাগিয়ে অনেক পরিচর্যা করে বড় করেছি, কে বা কারা ২০ তারিখ দিবাগত রাতে প্রায় ১২৫ টি গাছ কেটে ফেলেছে যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা।
তিনি আরও বলেন আমার সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কেউ হয়তো হিংসার বশবর্তী হয়ে এই কাজ করেছে, আমি তাদের শাস্তির দাবী জানাচ্ছি। এলাকাবাসীরা জানান,যে বা যারা এই জঘন্য কাজটি করেছে তাদের যেন শাস্তি হয়।
এই বিষয়ে জমির অংশীদার মোঃ আনারুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেছেন।