সামাউন আলী, সিংড়া(নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ই ডিসেম্বর) প্রথম অধিবেশনে সকাল ৭ টায় উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক সংগঠন । স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন, সিংড়া উপজেলা প্রশাসন, সিংড়া পৌরসভা, সিংড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, সিংড়া উপজেলা ছাত্রদল, সিংড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিংড়া গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন।এরপর সিংড়া কোর্ট মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে দ্বিতীয় অধিবেশনে সকাল ৮ ঘটিকায় উপজেলা কোর্ট মাঠে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিজয় মেলায় সিংড়ার নারী উদ্যোক্তাদের ১০ টি স্টলে চলনবিলের শুটকি, হস্তশিল্প , কুমড়ো বড়ি, নানা ধরনের খাবার সামগ্রী সহ হরেক রকম পণ্যের সমাহারে ক্রেতাদের নজর কাড়ে।