দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম-এর নেতৃত্বে একটি অভিজানিক দল বিরলে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী রাকিব হোসেন’কে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার (২৪ ফেবুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মোঃ ছাইদুর রহমানের পুত্র মোঃ রাকিব হোসেন (২৬) এর বাড়ি তল্লাশি করে ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মোঃ রাকিব হোসেন (২৬)-কে আসামী করে দিনাজপুরের বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) স্মরণীয় ১৪(গ) ধারায় একটি মামলা করা হয়েছে।