অনলাইন ডেস্ক :
অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য আছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই তথ্য তার কাছে নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে শৃঙ্খলা কমিটির সভা ছিলো। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে সব বার বন্ধ থাকবে। ফানুস ও আতশবাজি না করার অনুরোধ। কোনো হুমকি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী সজাগ আছে।
উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। পুরোপুরি অ্যালার্ট আছে বিজিবি। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম ভালোভাবে দিতে পারে।
ভারতের সাথে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশটি থেকে সচিব পর্যায়ের একজন সোমবার আসছেন। অনেক বিষয়েই আলোচনা হবে। সম্পর্ক ভালো দিকে যাবে বলাই যায়। ভারতের সাথে সম্পর্কে নেতিবাচক মোড় নেওয়ার কোনো সম্ভাবনা নেই।