নওগাঁ প্রতিনিধি- মো: রুহুল আমিন শেখ :
নওগাঁর নিয়ামতপুরের বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে রবিবার সকালে বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগীতায় র্যালী, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মইনুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক ও ইএসডিও প্রতিনিধি বৃন্দ।
উক্তো আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ, নারী কন্যার সুরক্ষা এবং নারী নির্যাতনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। যে কোন ধরনের তাৎক্ষণিক সহায়তার জন্য ১০৯ অথবা ৯৯৯ এ কল করার পরামর্শ প্রদান করে। এছাড়াও অন্যান্য বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে নানারকম দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।