অনলাইন ডেস্ক :
আশুলিয়ায় শবে বরাতের রাতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক নারী মারা গেছেন। নিহতের নাম শারমিন বেগম (৩০)। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিলো।
গতকাল বুধবার রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
গৃহবধূ শারমিন বেগম শরীয়তপুর জেলার পালেরচর ইউনিয়নের আব্দুল আলী সিকদারের মেয়ে।
তাকে নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেল।
এর আগে গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিনের স্বামী সুমন রহমান (৩০) ও বোন শিউলি আক্তার (৩২)।
এ ঘটনায় শিশু ও নারীসহ দগ্ধ অপর ৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
তারা হলেন সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।
উল্লেখ, শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ ব্যাপারীর বাড়ির ভাড়াটিয়া সুমনের বাসায় তার বোন শিউলি আত্মীয়-স্বজন ও পরিবার নিয়ে বেড়াতে যান। রাতে উৎসবমুখর পরিবেশে নানা পদের খাবার তৈরি হয়।
মশার উপদ্রবের কারণে সন্ধ্যার কিছু আগেই বাসার সব জানালা বন্ধ করে দেওয়া হয়। এরপর আবদ্ধ ঘরে জানালা বন্ধ অবস্থাতেই রাতে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়। মুহূর্তে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১১ জন দগ্ধ হয়।