আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আবিয়ানে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে সরকারি দলের ১৬ জন সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল আজিরা
সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহাম্মেদ আল নকিব বলেন, শুক্রবার (১৬ আগস্ট) মুদিয়া জেলায় সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালায়।
আরব উপদ্বীপের বিদ্রোহী গোষ্ঠী আল কায়েদা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলায় দায় স্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টেলিজেন্স সাইট জানিয়েছে, এক ব্যক্তি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এর বিস্ফোরণ ঘটায়।
সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি গোষ্ঠীকে লক্ষ্য করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে একিউএপি। গত মার্চে আবিয়ান প্রদেশে দুই এসটিবির দুই সেনাকে হত্যা করে বিদ্রোহী গোষ্ঠী একিউএপি।