অনলাইন ডেস্ক :
গেলো বছরের মত এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরে আগের সময়সূচি মেনেই সেবা দেবে মেট্রো।
শনিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
এর আগে রমজান মাস উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছিলো ডিএমটিসিএল।
এ সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়ছে ৭টা ১০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়ছে। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলছে ১০ মিনিট পরপর। সকাল সাড়ে ৭টার পর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর ছাড়ছে ট্রেন।
অপরদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল সাড়ে ৭টায় এবং সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর ট্রেন ছাড়ছে। সাড়ে ৮টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ট্রেন ছাড়ছে ৮মিনিট পরপর।
এ সূচি অনুযায়ী রোজার ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছিলো ডিএমটিসিএল।
আর ঈদের পর স্বাভাবিক সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল ট্রেন চলাচল করবে।