স্পোর্টস ডেস্ক :
শেষ টেস্টে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস এবং ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাফল্যের ইতিহাসকে সঙ্গে নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটস এবং নেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, তারা প্রতিপক্ষের বিপক্ষে এই আত্মবিশ্বাস ধরে রাখতে চান।
এমন ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টিতে ফর্মে থাকা সৌম্য সরকারকে একাদশে জায়গা দিতে পারে ম্যানেজমেন্ট। তার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে উদীয়মান ব্যাটার তানজিদ তামিমকে।
তিন নম্বরে থাকবেন লিটন দাস। মিডল-অর্ডারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলীর সঙ্গে জায়গা পেতে পারেন পারভেজ হোসেন ইমন। এখনও ওয়ানডেতে অভিষেক না হলেও ইমনের সাম্প্রতিক পারফর্ম্যান্স তাকে প্রথম একাদশে জায়গা দিতে পারে।
বোলিংয়ে এক স্পিনার ও তিন পেসারের সমন্বয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সে হিসেবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে খেলানোর সম্ভাবনা বেশি। পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, তানজিম হোসেন সাকিব এবং নাহিদ রানা অথবা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। নাহিদ রানা এখনও ওয়ানডেতে অভিষেক না করলেও টেস্ট সিরিজে তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে।
সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা/শরিফুল ইসলাম।