নিজস্ব প্রতিবেদক :
এমআরটি পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তবে, সকাল সাড়ে নটা পর্যন্ত কারওয়ানবাজার, ফার্মগেটসহ কয়েকটি স্টেশনে টিকিট বিক্রি বন্ধ ছিলো।
এর আগে সকাল থেকে সব স্টেশনে কর্মবিরতি যান মেট্রোরেলের কর্মীরা। তবে ট্রেন না চালালেও বন্ধ ছিলো টিকেটিং কার্যক্রম। ফলে বিনা টিকিটে ভ্রমণ করেন যাত্রীরা।
কার্ড পাঞ্চ করার মেশিনের সার্ভার বন্ধ থাকায় টিকিট একটিভ না করেই ভ্রমন করেন যাত্রীরা।
এর আগে গতকাল রোববার (১৬ মার্চ) ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্রেট্রোরেল ৪ কর্মীকে প্রহারের অভিযোগে এই কর্মবিরতি ডাকা হয়।