মোহাঃ হাসান আলী, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লাসহ সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা জেলা বিএনপি ও মহানগর বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )জেলা শাখার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে কুমিল্লা মহানগরীর টাউন হল মাঠে সকল নেতাকর্মীরা অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন,দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ জাহাঙ্গীর।বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কালিরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আহম্মেদ রায়হান, স্বেচ্ছাসেবকদল নেতা মুজাহিদ চৌধুরী, কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি সাকিনা চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার রুপালীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।
কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াছিন বক্তব্যে বলেন, স্বৈরাচার ও দুর্নীতিবাজদের ছাড় দেয়া যাবে না।অবিলম্বে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। আর হাসিনাসহ তার সহযোগীদের বিচার এই মাটিতে করতে হবে।