মোহাঃ হাসান আলী, স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় ভারী বর্ষণ এবং ভারত থেকে ধেয়ে আসা পানিতে আকস্মিক বন্যায় তলিয়ে যায় কুমিল্লা চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলাসহ জেলার বিভিন্ন অঞ্চল। যা দিন দিন ভয়াবহতার দিকে আগাচ্ছে ।
শনিবার (২৪ আগস্ট) বিকাল ৪ টার সময় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এর নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বন্যাদুর্গত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং কুমিল্লা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিঃ সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বন্যা নিয়ন্ত্রণ কমিটির সাবেক সদস্য সচিব, বীরমুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান ।
জামায়াত নেতা বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান কাশিনগর ইউনিয়নের পানিবন্দি এলাকার সকল মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
তিনি জাতীয় দৈনিক মানবিক বাংলাদেশ এর প্রতিবেদক বলেন-চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ীর পানি বিপৎসীমা প্রবাহিত হওয়ায় কাশিনগর ইউনিয়নের প্রায় ৮০ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ সময় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সাবেক উপজেলা আমীরে জামায়াত। এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান কে উদ্দেশ্যে করে কাশিনগর ইউনিয়নের সাধারণ মানুষ বলেন, যিনি কাশিনগরবাসী’র খেদমত করার জন্য সরকারি চাকরি ত্যাগ করে রাজনীতিতে এসেছেন। যিনি সবসময় চেয়েছিলেন জুলুমবাজদের হাত থেকে কাশিনগরবাসীকে রক্ষা করে প্রতিটি ঘরে শান্তির আলো ফিরিয়ে আনতে। এখনো কাশিনগর ও চৌদ্দগ্রাম উপজেলাবাসী আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে, আপনি একজন বীরমুক্তিযোদ্ধা হয়েও আওয়ামীলীগ সরকার আপনাকে বিভিন্ন মামলা হামলায় জড়িত করেছিল,আপনি নির্যাতিত বীরমুক্তিযোদ্ধা । কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আপনার মত ইসলাম প্রিয় সৎ নিষ্ঠাবান নির্যাতিত নির্ভিক মানুষ যোগ্য চেয়ারে বসে সন্ত্রাসমুক্ত কাশিনগর ইউনিয়ন প্রতিষ্ঠিত করতে হবে।আজকের এই বিপদ মুহূর্তে কাছে আপনাকে কাছে পেয়ে আমরা খু