আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ৮০০ ছাড়িয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৮৪৭ জনে পৌঁছেছে। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই নিরলস হামলায় আরও অন্তত এক লাখ ৫৪৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ জন নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানা গেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজার ওপর তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা এই সংকটকে আরও তীব্র করে তুলছে।