মোঃ মাসুম খান, জেলা (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে লোকাল বাস মা পরিবহনের মালিক সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোকাল বাস মা পরিবহনের মালিক সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার রামনাথপুর এলাকার রহিম মোড়লের ছেলে হকার শামসুর মোড়ল (৫৬)।
নিহত ইলিয়াস কাজী নিজের লোকাল বাসের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর শামসুর মো্ড়ল শরীফপাড়া এলাকায় থেকে পুরাতন মালামাল কেনাবেচা করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী একটি লোকালবাস ঘটনাস্থালে যাত্রী উঠানো জন্য দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই লোকাল বাসটিকে পেছন দিকে থেকে ধাক্কা লাগায়। এতে লোকাল বাসটি ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। এ সময় শামসুল মোড়ল বাই সাইকেলে চালিয়ে সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। তখন ওই লোকাল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান ও অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত লোকাল বাসের মালিক মা পরিবহনের ইলিয়াস কাজী মারা যান।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই মো. রোমান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।