মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকেই ঘরোয়া প্রচারণায় নেমেছেন অধিকাংশ সম্ভাব্য চেয়ারম্যান।
এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণের অনেকেই প্রার্থী হওয়ার আশায় প্রচারণা ব্যাপক হারে চালিয়ে যাচ্ছেন। প্রথম দফায় আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে ৫ জন সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন, এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন। এখন পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, থেকে ৪ জন চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে।
আসন্ন নির্বাচনে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, উপ মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন, এদিকে দলীয় ছাড়া আর একজন প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান আটটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত গোমস্তাপুর উপজেলা। এবার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন। তাদেরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৫৯২ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৪৩৭ জন। এই নির্বাচনে সহিংসতা বিস্ফোরণ ঝুঁকিপূর্ণ আছে নাকি? বিষয়টি জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা আরো জানান নির্বাচন ঘিরে আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। এমন কিছু ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। তফসিল অনুযায়ী যথাসময়ে মনোনয়ন উত্তোলন সহ সকল কার্যক্রম সম্পন্ন হবে।