মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় বাবর আলী (২৫)নামে এক ভ্যান চালক নিহত ও ২জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।
সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা ও পৌর এলাকার কলোনিমোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যান চালক ওই ইউনিয়নের পাথরপুজা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুর ২ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলায় আড্ডা হতে রহনপুরগামী ট্রাক (রাজ মেট্রো-ট-১১-০১৯১) একটি ভ্যানকে চাপা দিলে চালক বাবর (২৫)ঘটনাস্থলে মারা যায়। সে ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুপুর আড়াইটার দিকে রহনপুর পৌর এলাকার কলোনির মোড়ে ২ মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।
আহতরা হলো,নওগাঁর নিযামতপুর উপজেলার গাঙ্গর এলাকার নাদিম (৩০) ও তুষার (৩২) তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রোকুল হকের ছেলে তাজেবুল হক (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আনিসুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।