মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৌনে দুইলক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণের অভিযান চালানো হয়। অভিযানে ১৫ টি চায়না দুয়ারী জাল ও ১ টি সুতি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো রহনপুরস্থ বুড়িতলা ঘাটে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপস্থিত হয়ে এগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলার মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: নাসিরউদ্দিন, রহনপুর সীমান্ত ফাড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো: কালামসহ অন্যান্য সদস্যরা।
গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো: সাজু চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বুধবার পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণের অভিযানে যান। অভিযানে ১৫ টি চায়না দুয়ারী জাল ও ১ টি সুতি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পৌনে দুইলক্ষ টাকা। এই অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। পরে জব্দকৃত জালগুলো বুড়িতলা ঘাটে ভ্রাম্যমান আদালতের বিচারক নিশাত আনজুম অনন্যা উপস্থিতি পুড়িয়ে ফেলা হয়।