মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের আয়োজনে
রহনপুর স্টেশন বাজার স্টার ফুড ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদার সভাপতিত্বে ও রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাই-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিাষদ সদস্য তরিকুল ইসলাম বকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা সেক্রেটারি মশিউর রহমান, উপজেলা সাবেক আমির মাও. শাহ আলম সহ আরো অনেকে। আলোচনা সভাতে উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিল।