মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আশরাফ হোসেন আলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে বেসরকারিভাবে ঘোষণা পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট, হালিমা খাতুন কাপ- পিরিচ প্রতীক ২ হাজার ৬৫৪ ভোট, মাহাফুজা খাতুন মোটর সাইকেল প্রতীক ১ হাজার ৩৬৫ ভোট।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ টিউবওয়েল প্রতীক ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম চশমা প্রতীক ১২ হাজার ৯৫২ ভোট, দেলওয়ার হোসেন তালা প্রতীক ১৬ হাজার ৬২৮ ভোট, মাসুদ পারভেজ মাইক প্রতীক ৫ হাজার ৬৩২ ভোট, মোকসেদুর রহমান টিয়া পাখি ১৯ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা সেলাই মেশিন ২০ হাজার ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোহনা খাতুন ফুটবল ৪ হাজার ৯৭৪ ভোট, শামীমা বেগম কলস ৯ হাজার ৯৫৯ ভোট, শিরিন আক্তার পদ্মফুল ১৪ হাজার ৭০৩ ভোট, সুলতানা খাতুন হাঁস প্রতীক ১৭ হাজার ৩১ ভোট, শামীমা জাহান বৈদ্যুতিক পাখা ১৪ হাজার ৫১৬ ভোট।
বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোমস্তাপুর উপজেলায় ভোটগ্রহণ শেষে তাদের কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ রাত ১০ টার দিকে নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন। তাদেরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৫৯২ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৪৩৭ জন।