নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ শাউন আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত কানসাট ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন ও আলোচনা সভায় বিক্ষুব্ধ এলাকাবাসী শাওনের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। এলাকাবাসী জানায় গ্রাম পুলিশ শাওন একজন দুর্ধর্ষ ও আওয়ামী লীগের ক্যাডার। গ্রামপুলিশ হওয়ার সুবাধে বিগত সরকারের আমলে প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি করতো।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,রমিসা খাতুন, মোঃ আলম, আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, তাজেমুল প্রমূখ। এসম কয়েক”শ ভুক্তভোগী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এমনি একজন ভুক্তভোগী বলেন, আমাকে বয়স্ক ভাতার কার্ড দেয়ার নামে ১০ হাজার টাকা নিয়েছে। আরেকজন ভুক্তভোগী বলেন, জন্ম নিবন্ধন করার জন্যও সে টাকা নিতো। এভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার নাম করে চাঁদা নিত। এছাড়াও সাধারন মানুষকে পুলিশের ভয় দেখিয়ে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করতো।
২০১৪ সালের তথাকথিত পাতানো নির্বাচনে শিবগঞ্জ উপজেলার তৎকালীন আওয়ামী লীগের এমপি গোলাম রব্বানী নির্বাচিত হলে শাওনের বাবা আওয়ামী লীগের একজন সমর্থক হওয়ার দরূন তার ছেলেকে কানসাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও যোগ্যতার মাপকাঠিতে শাওনের কোনভাবেই উত্তীর্ণ হতে পারবেনা বলে অভিযোগ এলাকাবাসীর।