রাজশাহী ব্যুরো :
নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬শ’ কোটি টাকার আত্মসাতকারী প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছের ভুক্তভোগী গ্রাহক পরিবাররা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী দরিদ্র মেহনতী মানুষের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী শারমিন আক্তারের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী প্রায় ২শ’ গ্রাহক।
ভুক্তভোগীরা জানান, নওগাঁ শহরের খাস-নওগাঁ পোস্ট অফিসপাড়া এলাকায় কয়েক বছর ধরে বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনু। ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আঁধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। গ্রাহকরা নাজিম উদ্দিন তনু ও তার পরিবারের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। এছাড়া তাদের টাকা ফেরতেরও দাবি জানান তারা।