নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাড়ী বিক্রির অভিযোগ উঠেছে। আশ্রয়ণে বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগীরা ২০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রয় করছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি । আশ্রয়ণে প্রকল্পের বাড়ি বরাদ্দপ্রাপ্তদের কাছে থেকে অর্থের বিনিময় কিনেই বসবাস করছে বেশ কিছু পরিবার।
শিবগঞ্জ উপজেলায় ভূমিহীন অসহায় হতদরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় পাকা দেয়ালের টিনসেড বাড়ী। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রদান করে কিন্তু তালিকা তৈরিতে অনিয়মের কারণে অসহায় দরিদ্ররা বাড়ি না পেয়ে অনেক বাড়ি পেয়েছে বিভিন্ন প্রভাবশালীরা। অনেকের বিভিন্ন স্থানে বাড়ি থাকাই আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে বসবাস করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অনেকই আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে বসবাস না করায় বিক্রি করে দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর, দুর্লভপুর, মনাকষা, চককীর্তি ও কানসাট, দাইপুখুরিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নে নির্মাণ করা হয় আশ্রয়ণের বাড়ী। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২০ টি বাড়ী বিক্রি হয়ছে।
মোনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের সেলিমা ও সায়েরা বলেন, আমরা অসহায় খেটে খাওয়া মানুষ আমাদের কোন বাড়িঘর জমি জামা নাই কিন্তু আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বরাদ্দ পাইনি। পরে নিরুপায় হয়ে টাকার বিনিময়ে ক্রয় করে এখন আশ্রয়ন প্রকল্পের বাড়িতে বসবাস করছি ।
শামিম হোসেন বলেন, প্রথমে আত্মীয়-স্বজন বলে বাসায় উঠছে পরে আমরা জানতে পারছি যে আশ্রম প্রকল্পের বাড়িটি বিক্রি হয়ে গেছে। একটি কাম্য নয় ।
উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান জানান, কেউ যদি অবৈধভাবে কাগজপত্র ছাড়া আশ্রয়ণের ঘর বিক্রি করে থাকেন, তাহলে তার বন্দোবস্ত বাতিল করা হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আশ্রয়ন প্রকল্পের বাড়ি অবৈধভাবে বিক্রি প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন নাগরিকরা।