মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর কেন্দ্রীয় ইদগাহে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা বারেক আলী, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।