নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের জেলা জামায়াতের আয়োজনে জেলা ও উপজেলায় কর্মরর্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে yচাঁপাই ফুড ক্লাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন দেশে গণতন্ত্রের নামে একদলীয় শাসন শুরু হয়েছিল আজ থেকে ১৬ বছর পূর্বে। দেশের সকল সেক্টরে ছিল দলীয়করনের দৃশ্যমান চিত্র। তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল সমাজ, লেখক কেউ এর বাহিরে ছিল না।
সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহস যারা দেখিয়েছে তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে একপেশে করেছে। কখনও বা মামলা, হামলা, এমনকি জেলে পুরে রাখতেও শেখ হাসিনার সরকার পিছপা হয়নি। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলার সহকারী সেক্রেটারি জনাব মুখলেসুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি জনাব আবুল হাসান, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর জনাব হাফেজ গোলাম রব্বানি, সদর উপজেলার আমীর জনাব হাফেজ আব্দুল আলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।