নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । দীর্ঘদিন ধরে জমি জামার জেরে সাইফুদ্দিন ও আজিজুল এর মধ্যে বিরদ চলছ । ১৬ই মার্চ রবিবার ইফতারির পরে শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামে আজিজুল হককের লোক জন বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সাইফুদ্দিনের লোকজনের উপর অতর্কিত হামলা চালায় এতে আসবাবপত্র ঘরবাড়ি ভাঙচুর করে এবং ৫ জন আহত হয় । আজিজুল, মোতাহার দুইজনের অবস্থা গুরুতর হাওয়াই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত্ন চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন অভিযোগ সুত্রে জানা যায়। বিষয়ে আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিনের লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে এবং অতর্কিত হামলা চালিয়ে তিনজন কে আহত করে । এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দাখিল করেছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।