নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক।
এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মোঃ সাইদুর রহমান,শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সহ-সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ বাবুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা নাসির উদ্দিন প্রমূখ। ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।