মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঢাকা গামী বাস টার্মিনালের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত (৩ মার্চ) বৃহস্পতিবার হুজরাপুর নুনগলায় অবস্থিত ঢাকা বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সারাজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে
গোমস্তাপুর উপজেলার ‘আলোকিত গৌড়’ অনলাইন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক দুলাল।
সেই নিউজ প্রকাশের জেরে আর পি কাউন্টারে কর্মরত ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ আশরিফ তাকে মেসেঞ্জারে ও কমেন্টের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে, জিডি নং ১৩৯।
এ বিষয়ে সাংবাদিক দুলাল হোসেন বলেন আমি সেখানে সঠিক তথ্য সংগ্রহ করে নিউজ প্রকাশ করেছি। এতে যদি আমাদের হুমকি খেতে হয় তাহলে ২৪ শে জুলাই আন্দোলন করে কি লাভ হল। এখনো আওয়ামী লীগের দোসর বিভিন্ন জায়গা দখল করে বসে আছে । এদের উৎখাত না করলে দেশে কোনদিন ফ্যাসিস্ট মুক্ত হবে না। তাই আমি সহ আমার পরিবারের সকল সদস্যের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন বলেন একজন সাংবাদিক জিডি করে গেছে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।