স্টাফ রিপোর্টার :
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশে পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সকল দপ্তরে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মহা: তৌহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ উক্ত কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এই কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ২৫ ক্যাডারের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রবিন্দু চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে থেকে শহীদ সাটু হল মার্কেট পর্যন্ত মানববন্ধনের জন্য অবস্থান নিয়েছেন। কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করছে। ইতোমধ্যে গত ২৪ তারিখে সারাদেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনের সময় কর্মকর্তারা গত ২৫ তারিখ রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। অগ্নি নির্বাপন কালে ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায়ও গভীর শোক প্রকাশ করা হয়। বিগত সময়ের দূর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ান দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা দৃঢ়তা প্রকাশ করেন। পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।