নিজস্ব প্রতিবেদক :
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিরা অংশ নেবেন।
এদিকে শনিবার বিকেলে আন্তোনিও গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে যোগ দেবেন।
চার দিনের সফরে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকালে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।