অনলাইন ডেস্ক :
জুলাই-আগস্টের গণহত্যায় রাজসাক্ষী হওয়ার তথ্য অবশেষে সঠিক হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে কঠোর গোপনীয়তার মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিএমএম আদালতে হাজির করা হয়। অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় বিচারকের সামনে গণহত্যার মামলায় জবানবন্দি দেন তিনি।
সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য এটা নিশ্চিত হওয়া যায়নি। আদালত সংশ্লিষ্টরাও এ বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন।
গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। তিনি এক ডজনের বেশি মামলায় অভিযুক্ত। তাকে কয়েক দফায় রিমান্ডেও নেয়া হয়। এর মধ্যে গুঞ্জন ছিল, তিনি জবানবন্দি দিতে পারেন।