দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬০) নামে এক জন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
৮ মার্চ শনিবার সকালে উপজেলার প্রেমবাজার সংলগ্ন নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানির ছেলে। আহত ২ জন নামাবলদিয়া পাড়ার রেজাউল (৩৫) ও প্রসাদপাড়া গ্রামের মোফেল (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় ক্রয় / বিক্রয়ের জন্য ঝাড়বাড়ী থেকে কাহারোল হাটের উদ্দেশ্যে রওনা দেয়। বীরগঞ্জ খানসামা আঞ্চলিক মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আজাহার আলী মারা যান। পরবর্তীতে বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানার ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।