অনলাইন ডেস্ক :
ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি চাই দ্রুতই এই যুদ্ধ শেষ হোক। প্রতিদিন সেখানে মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই।
শনিবার রাতে নিউইয়র্ক পোস্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানেই পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে ট্রাম্প বলেন, দীর্ঘ এ যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হওয়ার বিষয়ে মত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনের সঙ্গে কতবার কথা বলেছেন? এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার এটা বলা ঠিক হবে না। আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে এসেছি। রুশ রাষ্ট্রপ্রধানের কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা আছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। এই যুদ্ধের অবসানে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এ বিষয়ে অবস্থান জানতে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউজ ও ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক। এর আগে, জানুয়ারির শেষ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে প্রস্তুত এবং মস্কো ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে।