নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সরকারী কর্মকর্তা হয়েও সরকারের আইন মানছেন না বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সরকারী কর্মকর্তা হয়েও সরকারের আইন মানছেন না চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে তথ্য চেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন সাংবাদিক দুলাল। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য না দেয়ায় ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে আপীল করেন দুলাল।
তথ্যের আবেদনকারী দুলাল জানান, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে, তথ্য না পাওয়ায় আমি জেলা প্রশাসক বরাবরে আপিল করি। আপিল কর্তৃপক্ষ ১৮ মার্চ ২০২৫ তারিখে যে আপিলের জবাব দিয়েছেন তা মনগড়া এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া।
আপিলের জবাবের বিষয়ে জবাব প্রেরণকারী সহকারী কমিশনার মোঃ আতিকুর রহমান, তথ্য অভিযোগ শাখা কে ফোন করে জানতে চাইলে তিনি বলেন আমার পক্ষে ভারপ্রাপ্ত কেউ চিঠি পাঠিয়েছে। চিঠিতে তার স্বাক্ষর আছে এমন প্রশ্ন করলে জবাবে বলেন আপনি ডিসি স্যারের সাথে কথা বলেন।
তথ্যের আবেদনকারী দুলাল জানান, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে, তথ্য না পাওয়ায় আমি জেলা প্রশাসক বরাবরে আপিল করি। কিন্তু আপিল কর্তৃপক্ষ মনগড়া আপিলের জবাব দিয়েছেন তাই আমি প্রতিকার চেয়ে বাংলাদেশ তথ্য কমিশন বরাবর অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।