এম.এ বারী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন ১ নং কসবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গত-১৮ই মার্চ(মঙ্গলবার) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন,স্বৈরাচারী সরকার বিগত দিনে বাংলার জনগণের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তা বাংলার জনগন ভুলেনি। নির্যাতিত জনগণের পাশে পূর্বেও বিএনপি ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইন-শা-আল্লাহ্ এবং বিগত ১৭ বছর দেশের জনগণের ভোটাধিকার রক্ষার্থেও আন্দোলন করেছে বিএনপি।
তিনি আরো বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকারিয়া আল মেহরাবসহ ১ নং কসবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।