দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের বীরগঞ্জে ৭ নং মোহাম্মদ পুর ইউনিয়নের চকপাইকার পাড়ায় গ্রামের বাসিন্দা রনজিত রায় এর মেয়ে,লাবনী (১৭) নামে এক মেয়ের নিখোঁজের খবর পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায় গত ২ রা ফেব্রুয়ারি রবিবারে আনুমানিক সময় সকাল ৮টায় পার্শ্ববর্তী মাহান পুর এলাকায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। দীর্ঘ এক সপ্তাহেরো বেশী সময় পার হয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ লাবনীর।
নিখোঁজের পিতা রনজিত জানান এই ঘটনায় বীরগঞ্জ থানায় একটি সাধারণ জিডি ও করা হয়েছে।
বীরগঞ্জ থানার জিডি কর্মকর্তা (এস আই দেবাশীষ) জানান, নিখোঁজের জিডির তথ্য আমাদের কাছে রয়েছে, এবং কার্যক্রম চলমান রয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করছি।
স্থানীয়রা জানান দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অত্যন্ত জরুরি |