নওগাঁ প্রতিনিধি: মো: রুহুল আমিন শেখ
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী হাসান ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার গীতা রানী পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এনজিও, বিভিন্ন নারী সংগঠন, পেশাজীবী সংগঠন, স্থানীয় সরকার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, “ নারী দিবসের গুরুত্ব অপরিসীম, পরিবার থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে নারীদের বৈষম্য, নির্যাতন, অধিকার হরন ও সম্পদ প্রাপ্তিতে অসামঞ্জস্যতা কোন ভাবেই কাম্য নয়। অসুন নিজ পরিবার থেকে সকল ক্ষেত্রে নারীদের বৈষম্য প্রতিরোধে সোচ্চার হই এবং নারী মর্যাদা ও অধিকার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।