স্টাফ রিপোর্টার :
পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট চার জন নিহত হয়েছেন।
রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোলপ্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন- পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।
পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল দুইটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে পুলিশ।