আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলে হামলা থেকে ইরান পিছু হটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দেওয়া খুতবায় তিনি এই মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনি বলেন,দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না, আবার তাড়াহুড়োও করি না। সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি। এরিমধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। ইসরাইলের অস্তিত্ব কৃত্রিম, এটা টিকবে না। ইসরায়েল পুরোপুরি যুক্তরাষ্ট্রের সহায়তায় কষ্ট করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ, হামাস ও ইসলামি জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলেই ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করছে।