দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দিনাজপুরের খানসামা উপজেলার জিয়ার সেতুর পূর্ব ঘাটে থানা পুলিশের চলমান একটি চেকপোস্টে গাঁজা সহ হাতেনাতে ধরা পড়েন হোসেনপুর সেনপাড়া এলাকার নিরঞ্জন রায় নামে এক যুবক। আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকারের বিচার কার্যে তাকে নগদ ১০০ টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান এই রকম চেকপোস্ট ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা সম্ভব।আমরা চাই এই অভিযান সব সময় অব্যাহত থাকুক।